এবার মিরপুর ১০ নম্বরে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সংঘর্ষ চলছে। সেখানে সংঘর্ষ চলামান থাকায় মেট্রোরেলের স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরে অবস্থান নিতে শুরু করেন। এতে গাড়ি চলাচল বন্ধ করে দেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে মেট্রোরেল থামলেও কোনো যাত্রী ওঠানামা করতে পারছেন না। নিরাপত্তার কারণে স্টেশনে ওঠার কেচি গেটে তালা মেরে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে। মিরপুরে ১০ নম্বরে থাকা মেট্রোর একাধিক যাত্রী এমন তথ্য জানিয়েছেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। শাটডাউন-বিক্ষোভ ও সংঘর্ষে অচল অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকাতে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page