,

এবার জাবি শিক্ষার্থীকে তুলে নেয়ার অভিযোগ

জাবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সমন্বয়ক ও শিক্ষার্থী আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৪ টার দিকে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেয়া হয়।

আরিফ সোহেলের ছোট বোন উম্মে খায়ের ঈদি বলেন, ‘রাত ৩টা ৫০ মিনিটে সিভিল পোশাকে ৮ থেকে ১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করে। তখন আমার বাবা তাদের পরিচয় জানতে চান। পরে তারা পরিচয়পত্র দেখিয়ে ডিবি পরিচয় দেন। এরপর আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।’

তিনি আরও বলেন, ‘তারা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড়ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড়ভাইয়ের সাথে কথা বলে তাকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দেন।’

এদিকে গতকাল রাতে তুলে নেয়ার পর থেকে এখনও আরিফ সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘আমরা জাবি শিক্ষার্থীকে তুলে নেয়ার বিষয়ে কিছুই জানিনা। তবে আশুলিয়া থানায় এমন কাউকে নিয়ে আসা হয়নি।’

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page