জাবি প্রতিনিধি:
১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘটে যাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের নিরব ভূমিকা থাকার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের ওয়ার্ডেন পদ থেকে পদত্যাগ করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো শামীম হোসেন।
গত ২৪ জুলাই প্রভোস্টের কাছে চিঠি দিয়ে এ ঘোষণা দেন। এর আগে ২২ জুলাই মৌখিকভাবে প্রভোস্টের কাছে পদত্যাগের কথা বলেন তিনি।
সহকারী অধ্যাপক শামীম হোসেন বলেন, ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কিছু শিক্ষকদের উপর নির্মম অত্যাচারের এক ভয়াবহতার রাত কেটে যায় তবে এখানে প্রশাসন সম্পূর্ণ নিরব ছিল। যে প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না সেই প্রশাসনের অঙ্গ হিসেবে আমি কাজ করতে চাই না। তার জন্যই আমি পদত্যাগ করেছি। আর এসব কথা মৌখিকভাবে প্রভোস্টকে বলেছি।