জাহাঙ্গীরনগরের ভিসি হলেন অধ্যাপক কামরুল আহসান

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো।

ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক। উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে চার বছর। এই পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এর আগে গত ৭ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ব্যক্তিগত এবং পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে যান।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page