জাবি প্রতিনিধি:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সাভারের গণবিশ্ববিদ্যালয়, সাভার কলেজসহ সাভারের বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এসে জড়ো হয়েছে। রাস্তায় ছাত্রলীগ-যুবলীগের বাধা উপেক্ষা করে এসেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) জাবির মূল গেইটসহ আরও কয়েকটি গেইট দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আসতে থাকে শিক্ষার্থীরা।
গণ বিশ্ববিদ্যালয়ের থেকে আসা এক শিক্ষার্থী জানায়, নবীনগর, সাভারসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ, যুবলীগ অবস্থান নিয়েছে। তারা আমদেরকে আসতে বাধা দিয়েছে৷ কিন্তু আমারা তাদের বাধা মানিনি। পরে আমরা সংখ্যায় বেশি হওয়ায় তারা আসতে দিতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য গতকাল রাতে (১৫ জুলাই) দিবাগত রাতে কয়েক দফায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার চালায় শাখা ছাত্রলীগ ও তাদের ভাড়াটেরা। পরে আন্দোলনকারীরা ভিসির বাসভবনে ঢুকলে সেখানেও হামলা চালায় আক্রমনকারীরা। এসময় পুলিশ প্রশাসনকে হামলাকারীদের জন্য পথ ছেড়ে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে সব হল থেকে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বের হয়ে আসেন। তারা হামলাকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে ভিসির বাসভনে অবরুদ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসে। এর পর থেকেই উত্তপ্ত জাবি ক্যাম্পাস।