জাবি প্রতিনিধি:
সিন্ডিকেটের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকলকে বিকাল ৪ টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ জুলাই (বুধবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়,গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আনন্দোলনের কারণে সংগঠিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস সমুহ যথারীতি খোলা থাকবে।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকাল ৪ টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবু হাসান এক অফিস আদেশটি পড়ে শোনান।