,

বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ ও মৌন মিছিল

বাকৃবি প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকবৃন্দ মৌন মিছিলের আয়োজন করে। সাধারণ শিক্ষকদের ব্যানারে ওই মিছিলের আয়োজন করা হয়।

বুধবার (৩১ জুলাই ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন করিডোর থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বাকৃবি উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন অনুষদের প্রায় ৫০জন শিক্ষক উপস্থিত ছিলেন।

গণ গ্রেফতার বন্ধ করা, মার্চ ফর জাস্টিসসহ বিভিন্ন প্লাকার্ড হাতে মিছিলে দেখা যায় শিক্ষকদের।

এছাড়া অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ দেশব্যাপী সংগঠিত সহিংসতার নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

মিছিল শেষে কোটা আন্দোলনে অংশ নেওয়া নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page