প্রতিনিধি:
ছাত্রীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদ।
গত সোমবার কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে লিখিতভাবে পদত্যাগ পত্র জমা দেন তিনি। পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারনে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন। তবে, তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার অসংখ্য অভিযোগ রয়েছে। কলেজের এককছত্র আধিপত্য বিস্তার করে ছাত্র শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্তাও করেছেন তিনি।
এদিকে, বুধবার বৈষম্য বিরোধী ছাত্রী আন্দোলন ঢাকা ইউমেন কলেজের ছাত্রীদের পক্ষে নুসরাত জাহান সাওদা,সায়মা আক্তার শ্যামা ও সুমাইয়া ফেরদৌস দিবা সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে,তাদের টানা আন্দোলনেই অধ্যক্ষ পদত্যাগ করেছেন। গত ৫ আগষ্ট ছাত্রজনতা বিপ্লবের শেখ হাসিনা পালানোর পর থেকেই অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদ কলেজে অনুপস্থিত। অধ্যক্ষ পদত্যাগের দাবিতে ছাত্রীদের টানা আন্দোলনে কলেজের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যোগদেন।
এবিষয়ে জানতে পদত্যাগ করা ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো.আবুল কালাম আজাদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।