,

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগের দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি:

‘পর্দা’ নিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদের সংবেদনশীল মন্তব্য ও তাচ্ছিল্যমূলক বক্তব্যের প্রতিবাদে ও তার পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১১ই সেপ্টেম্বর) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বনি আমিন বলেন, জামিল আহমেদ ইসলাম ধর্মের ওয়াজমাহফিল ও পর্দাকে কটূক্তি করেছে এবং ইসলামি শরীয়তকে ব্যাকডেটেট বলেছেন। ধর্মকে নিয়ে কটূক্তি করেছে। তাকে অতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

ফার্মেসি বিভাগের ৪৭তম‌ ব্যাচের শিক্ষার্থী আবু উবায়দা উসামা বলেন, দ্বিতীয় স্বাধীনতার পর প্রকাশ্যে ইসলাম নিয়ে কটুক্তি করা খুব দুর্লভ একটি বিষয় । জামিল আহমেদের এই সাহসের পিছনে কারা রয়েছে, কারা জড়িত আছে এটা ভাবার বিষয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে আশা করি অতি দ্রুত সারা বাংলাদেশের মানুষ এর তীব্র প্রতিবাদ জানাবে। সংখ্যাগরিষ্ঠ এর মুসলিম দেশে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত দিয়ে তাদের মন্তব্য করার জন্য সকলের সামনে থাকে ক্ষমা চাইতে হবে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page