খুলনা বিশ্ববিদ্যালয়:
টানা বৃষ্টিপাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও রাস্তাঘাট সমূহ তলিয়ে গেছে। আকস্মিক এই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
বিগত দুদিনের বৈরী আবহাওয়ায় দেশের দক্ষিণাঞ্চলে তীব্র বৃষ্টিপাত হয়েছে। এরই ধারাবাহিকতায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ ও অভ্যন্তরীণ রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরজমিনে ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের নিচ তলা ও বারান্দা পানিতে ডুবে গেছে। ফলে ভিজে গেছে শিক্ষার্থীদের আসবাবপত্র ও বই খাতা।
বিশ্ববিদ্যালয়ের স্কাল্পচার ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ জানায়, সকালে ঘুম থেকে উঠে দেখি হলের নিচ তলায় পানি। হলের সামনেও এক হাঁটু পানি জমেছে। এই পরিস্থিতিতে যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা আতঙ্কে আছি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড পানিতে ডুবে গেছে। অভ্যন্তরীণ রাস্তাগুলোতেও জমেছে পানি, যা শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।
এই বিষয়ে জানতে চাইলে বর্তমান প্রশাসনিক প্রধান জানান, আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। দ্রুত মোটর দ্বারা পানি নিষ্কাশন এর ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও, স্থায়ী সমাধানের জন্য পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।