খুবির অভ্যন্তরীণ রাস্তার বেহাল দশা

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তার বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। খুবির প্রশাসনিক ভবনের সামনের রাস্তাসহ বেশ কয়েকটি রাস্তার অবস্থা একই।

এদিকে রাস্তাগুলোর বিভিন্ন জায়গায় ভাঙাচোরা ও খানাখন্দে ভরপুর। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়াও সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো কাদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। শুষ্ক আবহাওয়ায় ভাঙাচোরা রাস্তা থেকে উড়ছে ধুলোবালি যা সাধারণ শিক্ষার্থীদের সর্দি, কাশি সহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের সৃষ্টি করছে। ভাঙাচোরা রাস্তা গুলোতে ইটের টুকরো দিয়ে গর্ত পূরণের চেষ্টা করা হলেও তা শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পারেনি।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল জাসিম বলেন, ভাঙাচোরা রাস্তার জন্য ভ্যান ও অন্যান্য যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারেনা, এছাড়াও বৃষ্টির দিনে এখানে পানি জমে থাকার কারণে ভ্যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামগত বিভিন্ন কাজ চলার ফলে মালবাহী ট্রাকের যাতায়াতের কারণে এই সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরো জানান, এই অর্থ বছরেই আমাদের প্রকল্প রয়েছে,ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোকে নতুনভাবে পুনঃনির্মাণ করা।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page