খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ক্লাব ‘রাউটার’ শনিবার (২১ সেপ্টেম্বর) ‘লেট’স কোড ইউর ক্যারিয়ার থ্রু প্রোগ্রামিং’ শীর্ষক এক কর্মশালা আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন অপরিহার্য।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি জানান, প্রযুক্তিতে দক্ষ হতে হলে চ্যালেঞ্জগুলো বুঝতে হবে এবং স্বপ্নের পেছনে দৌড়াতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য দেন প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ড. মো. ইসমত কাদির। অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন প্রোগ্রামিং হিরো’র সিইও ঝংকার মাহবুব।
অনুষ্ঠানের স্বশরীর উপস্থিত ছিলেন প্রোগ্রামিং হিরো ‘র সিওও আব্দুর রকিব। তিনি কোডিং বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসিই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।