খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’ আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) “বাচিক উৎকর্ষ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা” এর আয়োজন করছে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ দত্ত একাডেমিক ভবনের উঠানে (স্থাপত্য ডিসিপ্লিন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। দেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন।
প্রথম পর্বে ‘প্রমীত উচ্চারণ ও দৈনন্দিন বাকচর্চা’ বিষয়ে আলোচনা করবেন বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মৌমিতা রায়। দ্বিতীয় পর্বে আবৃত্তিশিল্পী ও সংগঠক মাজহারুল হক লিপু ‘বাংলা ভাষা: উত্তর-আধুনিক জীবনে আবৃত্তি ও সাংগঠনিক চর্চা’ বিষয়ে তাঁর অভিজ্ঞতা শেয়ার করবেন। তৃতীয় ও শেষ পর্বে আবৃত্তিশিল্পী কাজল ইসলাম ‘আবৃত্তি নির্মাণ’ বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
উল্লেখ্য, ‘ওংকার শৃণুতা’ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আবৃত্তি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত এবং শিক্ষার্থীদের বাচিক উৎকর্ষের উন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে।