,

আশুলিয়ায় শ্রমিক নিহতের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে গার্মেন্টস শ্রমিক কাওছার নিহতের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা যা বেলা ২ টায় শেষ হয়। এ সময় মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

গতকাল সোমবার আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে কাউসার নামের এক শ্রমিক নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।
নিহত শ্রমিক স্থানীয় ম্যাংগো টেক্স লিমিটেড নামে একটি কারখানার সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্য রতনপুর এলাকায়।

অবরোধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজীব আহমেদ বলেন, ‘আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই বিশ্ববিদ্যালয় শ্রমিকের টাকায় চলে, আমার শিক্ষকের বেতন হয় শ্রমিকের টাকায়, আমার বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র ক্রয় করা হয় শ্রমিকের টাকায়। যার কারণে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি শ্রমিকের কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শ্রমিকের পাশে দাঁড়িয়েছি। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।’

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন,গতকাল আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানোর প্রতিবাদে এবং হত্যার বিচারের দাবিতে আমরা জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছি,অবিলম্বে এই হত্যার বিচার করতে হবে এবং আর কোনো শ্রমিক ভাই বোনদের উপর যেনো গুলি না চালানো হয়,সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে।দ্রুত শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ করে সকল যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page