,

জাবিতে নিয়োগ পেলেন নতুন ৪ সহকারী প্রক্টর

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিতে) নতুন করে চারজনকে সহকারী প্রক্টর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।

নতুন সহকারী প্রক্টররা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবীর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মুনতাকিমুল বারী চৌধুরী এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান।

নিয়োগপ্রাপ্ত নতুন চারজন প্রক্টরের সবাই দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা অন্যান্য ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page