,

খুবির শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাংলা ও গণিত

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বাংলা ও গণিত ডিসিপ্লিনের দল মুখোমুখি হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে তিনটায়।

বুধবার (২ অক্টোবর) অনুষ্ঠিত দুটি সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনালে জায়গা করে নেয় গণিত ও বাংলা ডিসিপ্লিন। প্রথম সেমিফাইনালে গণিত দল ট্রাইব্রেকারে ৩-১ গোলে সমাজবিজ্ঞান দলকে পরাজিত করে। অপর সেমিফাইনালে বাংলা দল ২-১ গোলে এমসিজে ডিসিপ্লিনকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে।

টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের বাংলা নাটমণ্ডপ কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ফুটবল ক্লাব ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ফাইনালিস্ট দুই দল তাদের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে কথা বলেন।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page