কুবির ক্যাফেটেরিয়ার খাবারের নতুন মূল্য তালিকা প্রকাশ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন মূল্য তালিকা শুক্রবার (৪ অক্টোবর) থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সকালের নাস্তায় পরোটার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা, ডাল/ভাজি ৫ টাকা, মোরগ তেহেরি ৩০ টাকা, ভুনা খিচুড়ি ২৫ টাকা। এবং সকাল সন্ধ্যা— সিঙ্গারা ৫ টাকা, চিকেন সমুচা ১০ টাকা, ছোলা ১০ টাকা, নুডলস ২০ টাকা, আলুর চপ ৫ টাকা, আলু পুরি ৫ টাকা, সবজি পাকুড়া ৫ টাকা। পাশাপাশি দুপুর ও রাতের খাবার হিসেবে– এক প্লেট ভাত ১০ টাকা (হাফ৫ টাকা), ব্রয়লার মুরগি ৩৫ টাকা, সোনালি মোরগ ৮০ টাকা, মাছ ৩৫ টাকা, গরুর মাংস ৮০ টাকা, ভাজি ১৫ টাকা, মাছ ভর্তা ১৫ টাকা, শিদল ভুনা ১৫ টাকা, আলু ভর্তা ১০ টাকা এবং ডাল ফ্রি।

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী ইবনুল আরাবি বলেন‚ ক্যাফেটেরিয়ার খাবারের মূল্যতালিকা যেমন নির্ধারন করা হচ্ছে তেমনি খাবারের মান এবং পরিমাণ পর্যবেক্ষণের দিকেও মনোযোগ দিতে হবে। স্বল্প মূল্যে যেন অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা না হয়। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ভর্তুকি দিবে। ক্যাফেটেরিয়ায় খাবারের আইটেমের স্বল্পতা রয়েছে। তাই আরও ভালো আইটেম চালু করা উচিত বলে মনে করি। এতে করে শিক্ষার্থীদেরকে খাবারের জন্য বাইরের হোটেল এর উপর নির্ভরশীলতা কমবে।

উল্লেখ্য‚ আবাসিক শিক্ষার্থীদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পাঁচটি হলের ডাইনিং ব্যাতীত অনাবাসিক শিক্ষার্থীদের খাবারের চাহিদা পূরণ করার একমাত্র অবলম্বন হলো ‘কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া’। তাই‚ দামের পাশাপাশি গুণগত মানের দিকে নজর দেয়ার আকাঙ্খা ব্যাক্ত করেছেন শিক্ষার্থীরা।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page