গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ সমাবেশ

জাবি প্রতিনিধি:

গাজা ও লেবাননে অবৈধ দখলদার ইসরায়েল এর বর্বরোচিত গণহত্যা অনতিবিলম্বে বন্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করে। শিক্ষা-প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় কোন কিছুই রেহাই পায়নি ইসরায়েল এর হামলা থেকে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বর্বরোচিত এই হামলায় এখন পর্যন্ত কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি দখলদার বাহিনী। তারা নানান মিথ্যা অযুহাতে গাজায় হাজার হাজার মানুষ হত্যা করেছে। আর এখন অবৈধ কারণ দেখিয়ে লেবাননে হামলা শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্ব নেতাদের আহবান জানাই অতিদ্রুত এই অবৈধ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নিরীহ ফিলিস্তিন ও লেবাননের মানুষদের রক্ষা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইমু হোসেন বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা শুরু করার এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিবাদ সমাবেশ করার জন্য আমরা এখানে এসেছি। পাশাপাশি বিশ্বের ক্ষমতাধর সেসব নেতাদের জাগ্রত করার জন্য যারা চাইলেই ইসরায়েলের এই বর্বর হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে। পাশাপাশি নতুন করে লেবাননে ইসরায়েল যে হামলা শুরু করেছে অতি দ্রুত তা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানায়।

একই বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ইউসুফ আলী বলেন, দখলদার ইজরায়েলের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের আপামর জনসাধারণ সবসময়ই ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্ববাসীদের আহ্বান জানাই তারাও যেন মজলুম ফিলিস্তিনের পক্ষে এবং আগ্রাসী ইজরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয় এবং অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করে।

একই বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী তসবির সরদার বলেন, ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন অনতিলম্বে বন্ধ করতে হবে। বাস্তুচ্যুত ভূমিহীন সকল ফিলিস্তানিদের ভূমির মালিকানা ফিরিয়ে দিতে হবে। কোন প্রকার শর্ত ছাড়া যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরাইল যে সকল বেসামরিক স্থাপনায় হামলা করেছে বিশ্বের নেতাদের তার মীমাংসা করতে হবে। আর কোন গণহত্যা নয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ইসরাইলের উপর চাপ প্রয়োগ করতে হবে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page