জাবি প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়াল্ড র্যাঙ্কিং ২০২৫ প্রকাশিত হয়েছে। বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রকাশিত এ র্যাঙ্কিং এ যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প সম্পৃক্ততা ও আন্তর্জাতিক আউটলুক এ পাঁচটি বিষয়কে মূল সূচক ধরে এবারের র্যাঙ্কিং প্রকাশ করেছ প্রতিষ্ঠানটি।
এবারের টাইম হায়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১-১০০০তম অবস্থানে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়ে যৌথভাবে দেশের মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও কুষ্টিয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
তালিকায় তৃতীয় স্থানে আছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (AIUB).
এবারের তালিকায় বিশ্বের প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাতটিই যুক্তরাষ্ট্রের। বাকি তিনটি যুক্তরাজ্যের। এতে প্রথম স্থানে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিস এবং তৃতীয় অবস্থান করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে এবং গবেষণাখাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে।