খুবি প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) সম্প্রতি ২০২৫ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) টানা তৃতীয়বারের মতো গ্লোবাল র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এবার ১২০১-১৫০০তম অবস্থানে রয়েছে, যা দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গর্বের বিষয়।
এবারের র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্সের সূচকগুলো হলো: শিক্ষাদানে ১৮.৩, গবেষণা পরিবেশে ১০, গবেষণার গুণমানে ৪৩, শিল্পে ১৮.৮, এবং আন্তর্জাতিক আউটলুকে ৪২.৮। ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান ৮০০ এর মধ্যে স্থান পায়নি, তবে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। এর মধ্যে ১৭টি সরাসরি র্যাঙ্কিংয়ে এবং সাতটি রিপোর্টার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ৮০১-১০০০ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় আছে, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে।
১০০১-১২০০ র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১২০১-১৫০০ র্যাঙ্কিংয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থান পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এবারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম মন্তব্য করেন, “টানা তিনবারের মতো টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এটি শিক্ষকদের ও শিক্ষার্থীদের অধ্যবসায় এবং গবেষণার প্রতি নিবেদনের ফলাফল। আমরা ভবিষ্যতে আরও উন্নতি করতে গবেষণায় আরও গুরুত্ব দেব। আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয় দ্রুত দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।”