নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আগামী চার বছরের জন্য ওই পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য, নিয়োগ শর্তে বলা হয়েছে:
(ক) ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে;
(খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানি হিসেবে প্রাপ্য হবেন;
(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;
(ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং
(ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নব নিযুক্ত ট্রেজারারকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এবং সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করব।
উল্লেখ্য, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করলে গত একমাস আগে নতুন উপাচার্য নিয়োগ করা হয়। তবে শুন্য ছিল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ট্রেজারর পদটি। এবার সেই পদে নিয়োগ প্রদান করা হলো ড. জয়নাল আবেদীন সিদ্দিকীকে।