ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জাবির বৈষম্যবিরোধী আন্দোলনের বিক্ষোভ

জাবি প্রতিনিধি:

ছাত্রলীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা ও গণঅভ্যুত্থানের সৈনিকদের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ দাবি জানান তারা। এর আগে একই জায়গা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সমন্বয়ক মেহেরাব হোসেন সিফাত বলেন, এখনও গণঅভ্যুত্থানের সৈনিকদের রক্তঋণের বিন্দুমাত্র আমরা পরিশোধ করতে পারি নি। অথচ এর আগেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হাতুড়ি লীগ, চাপাতি লীগের পেটোয়া বাহিনী বিভিন্ন নামে উঠে পড়ে লেগেছে। তারা আমাদের ভাইদের জখম করেছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল আওয়ামী লীগ ছাত্রলীগকে সন্ত্রাসী লীগ অভিহিত করে আইনের মাধ্যমে সংগঠন দুটি নিষিদ্ধেরও দাবি করেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের আড়াই মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে গত ১ সপ্তাহে আমাদের দুজন সহযোদ্ধার ওপর হামলা হয়েছে। এসব আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তাদের সাংগঠনিক সিদ্ধান্তের বাস্তবায়ন। তাই সন্ত্রাসী নীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক তৈৗহিদ সিয়াম ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী আবেদুর রহমান প্রমুখ।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page