রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপহারের বাস বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত উপহারের একটি বাস বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

তিনি বলেন, বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে যে সকল অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখতে এবং পরিবহনপুলের বাস বিক্রয়ে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উপহারের বাস বিক্রি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করার পর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। তাই এই বাস বিক্রির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য এবং বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক,সদস্য সচিব পরিবহন পুলের পরিচালক ও সদস্য হিসেবে নির্বাহী প্রকৌশলী।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page