জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের উদ্যোগে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং জিওলজি এন্ড দ্য ইনভায়রনমেন্ট (আইএইজি) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আইএইজি – ওয়াইইজি (জাবি) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়।
শুক্রবার (৩১শে অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং জিওলজি এন্ড দ্য ইনভায়রনমেন্ট (আইএইজি) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএইজি জাতীয় গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. টি. এম. সাখাওয়াত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ সায়েম, ড. মোহাম্মদ হাসান ইমাম, সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুন এবং সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সরকার। তাদের বক্তব্য ভূতাত্ত্বিক গবেষণার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টিতে সহায়ক হয়েছে।
আইএইজি_বাংলাদেশ ন্যাশনাল গ্রুপ কর্তৃক অনুমোদিত এই কমিটির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম সানী ও সভাপতি শেখ জাফিয়া জাফরিন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং সিভি তৈরির কর্মশালার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। সিভি তৈরির কর্মশালাটি পরিচালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি তারেক মাহমুদ। গ্রাউন্ড ইন্সট্রুমেন্টাল & ইঞ্জিনিয়ারিং লিঃ এই অনুষ্ঠানটির স্পনসর হিসেবে সহযোগিতা করেছে।
অনুষ্ঠানের সময়সূচী অনুযায়ী, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলা এই ইভেন্টে প্রথমে আইএইজি -ওয়াইইজি (জাবি) স্টুডেন্ট চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ও ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সিভি তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং একটি বিশেষ ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ঘোষণা করা হয়েছে যে, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথমে জাতীয় পর্যায়ে আইএইজি-ওয়াইইজি চ্যাপ্টারের আয়োজনে একটি বৃহৎ ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে থাকবে:
১. পোস্টার প্রতিযোগিতা (একক ও দলীয়ভাবে): প্রতিযোগিতার বিষয় জলবায়ু পরিবর্তন।
২. টক সেশন ও মৌখিক উপস্থাপনা প্রতিযোগিতা: জুনিয়র এবং সিনিয়র শিক্ষার্থী পর্যায়ে ভাগ করা হবে।
আলোচনার বিষয়বস্তু: জলবায়ু পরিবর্তন, ভূ-প্রাকৃতিক দুর্যোগ, সবুজ শক্তি (নবায়নযোগ্য শক্তি), পেট্রোলিয়াম বিষয়ক দৃষ্টিভঙ্গি, ভূ-টেকটনিকস।
৩. ভূবিজ্ঞান উদ্ভাবনী ধারণা ও ভূবিজ্ঞান মেলা: শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করতে পারবে।
আইএইজি – ওয়াইইজি (জাবি) চ্যাপ্টারের এই উদ্যোগের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ পাবে। উপস্থিত অতিথিরা উল্লেখ করেন যে, বর্তমান যুগে ভূতাত্ত্বিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।