জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রানের সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের (৪৮ তম আবর্তন) মো. আলী আকবর সরকার (আলিফ) ও সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের (৪৮ তম আবর্তন) জুলকিফল বিন কাদির (জিয়াম) নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (৫২ তম আবর্তন) নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উক্ত কমিটির নাম ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে সরকার ও রাজনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের (৪৯ তম আবর্তন) মোঃ আসিফ মিয়া এবং সহ-সভাপতি হিসেবে মুহিদ মোহাম্মদ ফাহিম, মাসুদ রানা, শাহাজালাল আহমেদ, আলামিন, মুহতাসিন বিল্লাহ, শাকিল, রওনক জাহান, আহাদ অপূর্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান সিয়াম, মোসাদ্দেক ইসলাম মোমিন, শ্রী গৌতম সরকার, ফিরোজ কবির, সাদিকুল ইসলাম, আলামিন ইসলাম, মহসিন, মমিনুল ইসলাম, ওমর ফারুক, রোকনুজ্জামান রিমন, সাগর মিয়া, মাধুরিমা, তিতুমীর মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা হামিদ, সংগঠনের সাবেক দায়িত্বশীলবৃন্দ। দর্শক সারিতে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধা জেলার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
নব্য ঘোষিত এই পর্ষদকে আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গকরণ এবং ত্রিশ দিবসের মধ্যে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্দেশ প্রদান করা হয় এবং সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।