খুলনা বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জন্য ২০৩ একর জমি অধিগ্রহণে প্রশাসনের অবহেলা নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার (৩ নভেম্বর) দুপুর ১টায় শহীদ মীর মুগ্ধ তোরণে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা প্রশাসনকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে।

চতুর্থ বর্ষের ছাত্র সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু বর্তমানে এটি মাত্র ১০৬ একর এলাকায় সীমাবদ্ধ। এর ফলে একাডেমিক ভবন, খেলার মাঠ এবং গবেষণার জন্য প্রয়োজনীয় জমির অভাব দেখা দিয়েছে, বিশেষ করে ফরেস্ট্রি ও মৎস্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা বহুবার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে প্রশাসনের উদাসীনতা দেখেছি। এবার আমরা দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি। আবহাওয়া ও মৎস্য অধিদপ্তরের মাধ্যমে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করতে হবে। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে তৃতীয় দিন থেকে ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম বর্জন করবো। প্রয়োজনে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাব।
আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকতে প্রস্তুত। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান নেব।”

এ মানববন্ধন শিক্ষার্থীদের সংকল্প এবং প্রতিষ্ঠানটির উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা পুনরায় তুলে ধরেছে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page