প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় জাবিতে আটক ৩

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তিন মাদকসেবীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।

জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে মাদক (গাজা) সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে খবর দিলে মাদক গ্রহণের উপকরণ সহ হাতেনাতে আটক করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে তিন প্যাকেট গাঁজা (আনুমানিক ১০০ গ্রাম) উদ্ধার করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মাদকসহ অভিযুক্তদের আটক করি। এখন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে তাদেরকে রাখা হয়েছে। পুলিশকে খবর দিয়েছি। পুলিশ আসলে তাদের হাতে সোপর্দ করে দিবো এবং অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবো।’

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page