জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেধাবী ও দক্ষ নাগরিক তৈরি করার লক্ষ্যে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে ২০২৩-২৪ সেশনের (৫৩ তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের মাঝে কলম, নোটবুকসহ অন্যান্য শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদ সংলগ্ন পুরাতন কলা ভবন প্রাঙ্গণে উক্ত কর্মসূচির আয়োজন করেন আয়োজকরা।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন ডেইলি দর্পণকে জানান, সত্যানুসন্ধানে কলম ন্যায়ের প্রতিক হয়ে দাঁড়াবে। ছাত্রদল ন্যায় এবং সত্যের পক্ষে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের সচেষ্ট থাকবে এবং ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নবীন শিক্ষার্থী ডেইলি দর্পণকে বলেন, বাংলাদেশের সংবিধানে গনতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করার বৈধতা দেওয়া হয়েছে। এটা মানুষের রাজনৈতিক অধিকার। রাজনীতি হলো গণমানুষের জন্য। অবশ্যই মানুষের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। আজকে যে কলমটি আমি পেয়েছি সেটা ভালো কাজে ব্যবহার করবো নাকি খারাপ কাজে ব্যবহার করবো সেটা আমাকেই বিবেচনা করতে হবে। এই কলমটি ন্যায় শিক্ষা দেবে নাকি অন্যায় শিক্ষা দেবে সেটা পরিস্থিতিই বলে দেবে। আমার কাছে মনে হয়, যারা ছাত্রবান্ধব সংগঠন, যারা ছাত্রদের পক্ষে কাজ করবে সেই আদর্শের রাজনীতি করার অধিকার আমার আছে। সেখানে বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই।
উক্ত প্রোগ্রামে জাবি শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কামরুল ইসলাম সোহাগ, রায়হান হোসেন মিলটন,আল নাজমুস সাকিব,কাব্বির হোসেন, নাইমুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, হারুন উর রশিদ,সাদিকুল ইসলাম শুভ,আমিনুল ইসলাম জিসান, আল-মুবদি নাফি আব্দুল্লাহ আলিফ প্রমুখ।