জাবিতে নবীন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামি জ্ঞান বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চার চর্চার অংশ হিসাবে ২০২৩-২৪ সেশনের (৫৩ তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করে ‘জাবি কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব।’ অনুষ্ঠানে প্রায় পনের’শ নবীন শিক্ষার্থীদের কুরআন দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

বুধবার (৬ নভেম্বর) বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের গ্যালারি কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ইসলামিক মূল্যবোধের প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রায় দুইহাজার শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর মোখতার আহমেদ বলেন, মানুষের নৈতিকতা তৈরিতে ব্যক্তির নিজস্ব দায়বদ্ধতা রয়েছে এবং তা চেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব। আল্লাহ মানুষকে তিনটি দায়িত্ব দিয়েছেন: জমিনের মধ্যে নেতৃত্ব দেওয়া, সভ্যতা প্রতিষ্ঠা করা এবং আল্লাহর ইবাদত করা। এই দায়িত্ব পালনের জন্য প্রথম কাজ হলো নিজেকে গঠন করা, আর নিজেকে গঠন করার একমাত্র উপায় হলো অধ্যয়ন। তিনি কুরআনের প্রথম শব্দ ‘পড়’ উল্লেখ করে বলেন, আল্লাহ তায়ালা মানুষকে পড়তে বলেছেন, কারণ শিক্ষা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এছাড়াও তিনি নবীনদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব এবং নৈতিক উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র গঠন সম্ভব এবং এটি মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাব’র এ ধরনের আয়োজন আমাদের ইহজাগতিক ও পরজাগতিক কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জীবন বিধান সম্পর্কে জানতে ও আমাদের জীবনে চর্চা করতে কুরআন পাঠ অত্যাবশকীয়। কুরআন পাঠ এবং এর শিক্ষা জীবনে কাজে লাগাতে পারলে আমাদের জীবনের লক্ষ্য অর্জিত হবে ।

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সময়ের সদ্বব্যবহার, পিতা মাতা অখুশি হয় এমন কাজ না করা, সন্ধ্যার আগে রুমে এসে প্রতিদিনের একাডেমিক অধ্যয়ন যথাযথভাবে সম্পন্ন করা এবং নিজেকে বাস্তববাদী হিসেবে গড়ে তুলতে পারলেই জীবনে সাফল্য আসবে।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব, আল কোরআন একাডেমি লন্ডন এর চেয়ারম্যান মুনির উদ্দিন আহমদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক (আহবায়ক) উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের (৪৯ তম আবর্তন) শিক্ষার্থী মুহিবুল্লাহ ডেইলি দর্পণকে বলেন, ইসলামি শিক্ষা এবং সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য নবীন শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে। যেন তারা সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে থেকে নিজের নৈতিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারে।

অনুষ্ঠানের ফিমেল সেকশনের স্বেচ্ছাসেবক বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০২২-২৩ সেশনের (৫২ তম আবর্তন) শিক্ষার্থী আমিনা বুশরা ডেইলি দর্পণকে বলেন, জাবির ইতিহাসে প্রথমবারের মতো নবীনদের কুরআন দিয়ে বরণ করা হলো, সম্ভবত আর কোথাও এমন কিছু ঘটেনি। এভাবে একটা সুন্দর পরিবেশে ৫৩ কে বরণ করে নিতে পেরে আমরা খুবই আনন্দিত। কুরআনের আলো সবার মাঝে ছড়িয়ে যাক এবং সুস্থ সংস্কৃতির বিকাশ হোক এটাই প্রত্যাশা।

অনুভূতি জানতে চাইলে প্রত্নতত্ত্ব (৫৩ তম আবর্তন) ২০২৩-২৪ সেশনের এক নবীন শিক্ষার্থী ডেইলি দর্পণকে বলেন, আলহামদুলিল্লাহ! আজকের ৫৩তম আবর্তনের নবীনবরন অনুষ্ঠানে কোরআন এন্ড কালচারের স্টাডি ক্লাবের নবীন বরন অনুষ্ঠানে উপহার হিসেবে আল কোরআন গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। এটি শুধু একটি উপহার নয়, বরং আল্লাহর তরফ থেকে অমূল্য এক নেয়ামত। এই কোরআন আমাদের জীবনের পথপ্রদর্শক, নৈতিক দিকনির্দেশক এবং আল্লাহর নির্দেশনাবলী অনুসরণের উৎস। অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় দিক ছিলো মনে করে অর্ধেক মূল্য ছাড়ের বই ক্রয়ের ব্যবস্থা করে দেওয়াটা। এছাড়াও সম্মানিত আলেম উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ নসিয়ত আমাদের নতুন জীবনে অমূল্য পাথেয় হিসেবে কাজ করবে। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তাঁর কোরআনের আলোয় পরিচালিত করুন এবং আমাদের অন্তরে এর শিক্ষা স্থায়ী করে দিন। এই বিশেষ উপহার পেয়ে আমি সত্যিই আশীর্বাদিত অনুভব করছি। কোরআন এন্ড কালচারের স্টাডি ক্লাবের সকল সদস্যদের জন্য ধন্যবাদ এবং আল্লাহর রহমত ও মঙ্গল কামনা করি।

এছাড়া, কুরআন এন্ড কালচারাল স্টাডিজ ক্লাবের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ছাড়াও গিফট কার্ড, চাবির রিং এবং বই স্টলে ৫০% ছাড়ে বই বিক্রির ব্যবস্থা করা হয়।

নবীন বরন অনুষ্ঠানে ৫৩তম ব্যাচের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ছিল, অর্থসহ আল কুরআন, চাবির রিং এবং দুপুরে নাস্তা।

এছাড়াও নবীনবরণ উপলক্ষে অডিটোরিয়াম প্রাঙ্গনে ছিল হাজারো আকর্ষণীয় বইয়ের স্টল। রেজিস্ট্রেশনকৃত নবীন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বইয়ের জন্য ছিল ৫০% ছাড়ের সুব্যবস্থা।

অনুষ্ঠানে পুরুষ সেকশনে কনভেনর দায়িত্বে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনের (৪৯তম আবর্তন) শিক্ষার্থী মো. মুহিবুল্লাহ এবং ফিমেল সেকশনে দায়িত্বে ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের (৪৮তম আবর্তন) শিক্ষার্থী ফাহমিদা রহমান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রযোজনার অংশ হিসেবে ইসলামি সংগীত পরিবেশন করেন, নাশীদ শিল্পী আবু উবায়দা এবং শিশু ‍শিল্পি ঈশরাক সুহায়েল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page