জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা অধ্যাপককে অব্যাহতি

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িতদের ”রাজাকার” বলা এবং শিক্ষার্থীদের উপর বর্বর হামলায় মদদের অভিযোগ রয়েছে।

রবিবার (১০ নভেম্বর) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি রেজিস্ট্রার আজিজুর রহমান মুকুল।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার মদদ দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। গত ১৭ জুলাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ উদ্দিন শিক্ষার্থীদের রাজাকার বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় আসন্ন।’

পরে গত ৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘পুলিশি হামলার মদদ’ দেওয়ার অভিযোগে অধ্যাপক ফরিদ আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে একদল শিক্ষার্থী। পরে কোতোয়ালি থানার পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page