ইসকনের হত্যাকান্ডের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইসকনের সহিংসতা ও আইনজীবিকে হত্যার প্রতিবাদে সম্প্রীতির ডাকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা মিছিলে বলেন ‘দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা’ ‘স্বৈরাচারের সঙ্গী, ইসকন তুই জঙ্গী’ ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’ ‘এক দুই তিন চার, ইসকন তুই বাংলা ছাড়’। সেইসাথে সকলে বিশ্ববিদ্যালয় ও সারা বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধের দাবী তোলেন।

এসময় গণিত বিভাগের শিক্ষার্থী কাজী মহিবুর রহমান বলেন‚ পতিত স্বৈরাচার দিল্লিতে বসে যে নীল নকশা কষছে, তা আমরা ছাত্রজনতা সমবেতভাবে প্রতিহত করবো। এই বাংলার মাটিতে কোন ধরণের ভারতীয় দালালী, কিংবা দেশবিরোধী নীল নকশার বাস্তবায়ন হতে দিবো না। আমরা মুসলিম, তাই আমরা আপনাদের হত্যার বিনিময়ে হত্যা করে প্রতিশোধ নিবো না। আমরা সম্প্রীতি রক্ষার্থে সকল সাম্প্রদায়িকত অপশক্তিকে প্রতিহত করবো।

সম্প্রীতির উদাহরণ টেনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী এম এইচ আবির বলেন‚ এই গেরুয়া পতাকাবাহী জঙ্গী সংগঠন ইসকন গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে। এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত করে যে তারা জঙ্গী সংগঠন। স্পষ্টভাবে বলে দিতে চাই এই বাংলায় জঙ্গীবাদের কোন ঠাঁই নাই। ইসলাম শান্তির ধর্ম, আমরা সম্প্রীতি দেখিয়েছি। ইসকনের সকল অপশক্তিকে বলে দিতে চাই, তারা যে ধরণের জঙ্গীবাদি চক্রান্তই করুক না কেন, আমরা তা প্রতিহত করবো।

এর আগে ২৭ নভেম্বর, প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় থেকে শুরু করে মূল ফটকে জড়ো বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page