বেরোবির সাবেক প্রক্টরকে সাময়িক বরখাস্ত

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাবেক প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় (আরপিএমপি তাজহাট থানার মামলা নং ০৩, তারিখ ১৯-০৮-২০২৪ ও জিআর মামলা নং-১১১/২৪, দন্ডবিধি ১৮৬০-এর ধারা ৩০২/২০১/১৪৯/৩৪) গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতার হওয়ায় সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।

এই আদেশ ১৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page