ভারতে বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে খুবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুবি প্রতিনিধি:

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন আবাসিক হল থেকে শুরু হওয়া এই মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে সমবেত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ভারতের আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে জোরালো স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, “গোলামি না আজাদি, আজাদি আজাদি,” “ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ,” এবং “আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে।” তারা স্পষ্টভাবে দাবি করেন, এই হামলার জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সমতার ভিত্তিতে হওয়া উচিত, রাজা-প্রজার নয়। অতীতে বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে তারা লড়াই করেছেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনে তারা আবারও সংগ্রামে নামতে প্রস্তুত।

শান্তিপূর্ণ এই মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন, যা ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শিক্ষার্থীদের প্রতিবাদে ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে জাতীয় সংহতির প্রতিচ্ছবি দেখা যায়।

উল্লেখ্য, সোমবার ভারতের আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা বাংলাদেশের উপ-হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায়। এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page