খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদান করছে। গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য ঋণ নিতে পারছেন।
অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী টার্ম রেজিস্ট্রেশনের টাকা জোগাড়ে সমস্যায় পড়েন। এই সংকট সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ইক্বলাব ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন, যা অসচ্ছল শিক্ষার্থী এবং বাইরের মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়।
ইক্বলাব ফাউন্ডেশনের প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম জানান, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুভূতি অসাধারণ। সংগঠনটি এ পর্যন্ত ৩৭ জনকে সুদমুক্ত ঋণ প্রদান করেছে। এছাড়া দ্বীনি ও সামাজিক কাজেও অবদান রাখছে। সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন খুবি সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতী আব্দুল কুদ্দুস এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর হুসাইন।