খুবিতে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

খুবিতে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপাচার্যের বাংলো সংলগ্ন মাঠে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাকিবুজ্জামান সাজিদ এবং নুসরাত জাহান জুই।

প্রথম দিনে ছাত্রদের ৭টি ও ছাত্রীদের ২টি খেলা অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা চর্চা বিভাগ জানায়, শিগগিরই অ্যাথলেটিক্স প্রতিযোগিতাও আয়োজন করা হবে। খেলাধুলার এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page