কুবি শিক্ষক রাহিদের ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবী

কুবি শিক্ষক রাহিদের ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবী

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ লিখিত অভিযোগ জমা দেয়া হয়।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ‘বিগত ফ্যাসিবাদ সরকারের সময় কিছুসংখ্যক অবৈধ নিয়ম ও পদোন্নতি দেয়া হয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তন্মধ্যে মার্কেটিং বিভাগের শিক্ষক আবু ওবায়দা রাহিদের নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত মানা হয়নি বলে অভিযোগপত্রে বলা হয়। অভিযুক্ত শিক্ষক রাহিদের আবেদনের সময় প্রদত্ত অভিজ্ঞতা সনদও ভুয়া বলে অভিযোগ করা হয়। বিভাগীয় প্ল্যানিংয়ে এ প্রার্থীকে বাতিল করা হয়। কিন্তু তৎকালীন ফ্যাসিবাদ সরকারের উপাচার্য আব্দুল মঈন হীন স্বার্থ চরিতার্থ করতে তাঁর ক্ষমতাবলে ওই প্রার্থীকে এডমিট কার্ড ইস্যু করে। শুধু ইস্যু করেই ক্ষান্ত নয়, এমনকি নিয়োগ বোর্ডে বিভাগীয় প্রধান ও ডিনের নোট অব ডিসেন্ট সত্বেও তাকে নিয়োগ দেয়া হয়। অভিযোগকারীরা অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে অভিযোগে উল্লেখিতসহ সকল অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাতিলের দাবি জানান।’

অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আবু ওবায়দা রাহিদ বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।

এ ব্যাপারে তৎকালীন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, নিয়োগের বিধিমালা পূরণ না করায় বিভাগীয় প্ল্যানিংয়ে এ পার্থীর আবেদন বাতিল করা হয়। নিয়োগ বোর্ডে ডিন ও চেয়ারম্যান হিসেবে আমি উপস্থিত ছিলাম। প্ল্যানিংয়ে বাদ হওয়া প্রার্থীকে তখন সঙ্গত কারনেই নোট অব ডিসেন্ট দিয়েছি। কিন্তু কোন ব্যবস্থা না নিয়ে উল্টো নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি কথা বলেননি। পরবর্তীতে আবার কল দেওয়া হলে তিনি আর রিসিভ করে নি।

অভিযোগের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমি অভিযোগের বিষয়ে জানি না। আমি এটা খোঁজ নিয়ে প্রশাসনের অন্যদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page