খুবিতে সম্পন্ন হলো ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ

খুবিতে সম্পন্ন হলো ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দিনব্যাপী ‘ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে তরুণদের খাদ্য ব্যবস্থাপনা ও নেতৃত্ব দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও হাসান মাহমুদ। সভাপতিত্ব করেন নুসরাত জাহান জুহি, স্বাগত বক্তব্য দেন ইমরান রাব্বী, আর সঞ্চালনা করেন মো. শাহাজাদা।

স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও গেইন এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। তারা পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও টেকসই খাদ্য উদ্যোগ সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করেন।

প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের আশা, প্রশিক্ষিত তরুণরা দেশের টেকসই খাদ্য ব্যবস্থায় ভূমিকা রাখবে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page