খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দিনব্যাপী ‘ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে, যেখানে তরুণদের খাদ্য ব্যবস্থাপনা ও নেতৃত্ব দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও হাসান মাহমুদ। সভাপতিত্ব করেন নুসরাত জাহান জুহি, স্বাগত বক্তব্য দেন ইমরান রাব্বী, আর সঞ্চালনা করেন মো. শাহাজাদা।
স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও গেইন এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। তারা পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও টেকসই খাদ্য উদ্যোগ সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করেন।
প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের আশা, প্রশিক্ষিত তরুণরা দেশের টেকসই খাদ্য ব্যবস্থায় ভূমিকা রাখবে।