বাকৃবির ভেটেরিনারি অনুষদ বৃত্তি পেলো ৩৬ শিক্ষার্থী

বাকৃবির ভেটেরিনারি অনুষদ বৃত্তি পেলো ৩৬ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষদের দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড থেকে ওই শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি শিক্ষার্থী ছয় মাসের জন্য সাড়ে সাত হাজার টাকা বৃত্তি হিসেবে পেয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অনুষদীয় মেডিসিন কনফারেন্স হলে দুপুর সাড়ে ১২ টায় ওই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ ও ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. কে. এম. খসরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, অনুষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। এই ভালো খবরটি দেখে অনেকে এই কাজ করতে অনুপ্রাণিত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ভালো কাজে কখনো কার্পন্য করবে না৷ ভেটেরিনারি অনুষদ থেকে উদ্বুদ্ধ হয়ে সামনে সকল অনুষদ থেকেই এমন আয়োজন করা হবে বলে আশা করি।

এসময় অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দরিদ্র তহবিল থেকে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পেরে আমরা গর্বিত। এই সহায়তা তাদের শিক্ষার পথকে আরও সুগম করবে এবং ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে অনুষদ সর্বদা তাদের পাশে রয়েছে। আমি আশা করি, তারা মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা চালিয়ে যাবে এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। এই উদ্যোগ অব্যাহত রাখতে আমরা সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page