কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ আটক সাত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ আটক সাত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অভিযান চালিয়ে গাঁজাসহ বহিরাগত সাতজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই কিশোর। তারা কুমিল্লা ময়নামতি কারিগরি স্কুল ও কলেজ এবং শালবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আটকের বিষয়ে অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা মাদকসহ এই সাতজনকে আটক করেছি। আমরা যাদের আটক করেছি তাদের ভাষ্যমতে সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে যাতে তারা বড় কোন অপরাধ না করে সেজন্য আমরা মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের হাতে হস্তান্তর করি।

শেষে জব্দকৃত মাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page