রাখাল রাহা ও র‍্যাব আলেপ এর বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) র‍্যাব কর্মকর্তা আলেপ কর্তৃক ধর্ষণ ও রাখাল রাহা কর্তৃক রাসুল (স:) কে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানান। সেইসাথে রাসূল (স:) কে কটুক্তিকারী রাখাল রাহার দৃৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয়।

এসময় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, রাসূলের শানে কেউ বেয়াদবি করলে আমরা আমাদের শরীরের সর্বোচ্চ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করব। আমি ভারতকে বলে দিতে চায় আপনারা যারা রাসূলকে কটুক্তি করে তাদেরকে নিরাপত্তা ও সমর্থন দিবেন না। আমি সরকারকে বলে দিতে চাই আপনারা আমার মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করুন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত এনেছে।

প্রসঙ্গত‚ গত ২০ ফেব্রুয়ারী সাবেক র‌্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page