কুবিতে গাঁজা সেবনরত অবস্থায় এক বহিরাগত আটক

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাঁজা সেবনরত অবস্থায় বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত যুবকের নাম মো. জীবন। তার বয়স ১৯। বাড়ি সালমানপুর, সদর দক্ষিণ, কুমিল্লা। পিতার নাম মো. গোলাপ হোসেন।

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম বলেন, শিক্ষার্থীরা আটক করে আমাদের কাছে নিয়ে আসলে তার জবানবন্দী নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

পুলিশ ফাড়ির কর্মরত সাব-ইনসপেক্টর মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা থানায় নিয়ে উর্ধতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করবো।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page