জাবি শিক্ষার্থীদের বিনামূল্যে হেপা-বি ভ্যাকসিনেশন প্রোগ্রাম উদ্বোধন

জাবি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ব্যবস্থাপনায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৪ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মাঠে এক আনুষ্ঠানিক আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক। ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।

এ প্রসঙ্গে জাবি ছাত্রদলের আহ্বায়ক বাবর বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। শিক্ষার্থীরা যেন হেপাটাইটিস-বি ভাইরাস থেকে সুরক্ষিত থাকে, সেটাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফা—‘সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা’—এর অংশ হিসেবে এই ফ্রি ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম ডোজ প্রদান শুরু হবে ১৪ মে থেকে এবং চলবে ২২ মে পর্যন্ত। বাকি দুইটি ডোজ ১ মাস অন্তর দুটি ধাপে দেওয়া হবে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page