জাবিতে প্রথমবারের মতো হচ্ছে রিসার্চ সামিট, নিবন্ধন চলবে ১৫ জুন পর্যন্ত

জাবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং একাডেমিক পরিবেশে নতুন চিন্তার বিকাশ ঘটাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে রিসার্চ সামিট। From Curiosity to Discovery: Empowering Undergraduate Research’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২১ জুন এই রিসার্চ সামিট অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। দিনব্যাপী রিসার্চ সামিটে রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতার পাশাপাশি থাকছে আয়োজনে থাকবে পোস্টার প্রেজেন্টেশন, রিসার্চ কুইজ প্রতিযোগিতা, বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।

দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা একক বা দলগতভাবে এি রিসার্চ সামিটে অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের জন্য নিবন্ধন চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। এছাড়া রিসার্চ সামিট সম্পর্কে বিস্তারিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির অফিশিয়াল ফেসবুক পেজে জানা যাবে।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page