জানুয়ারিতে হবে জাবির ৭ম সমাবর্তন: উপাচার্য

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪২তম বার্ষিক সিনেট সভায় ঘোষিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের সম্ভাব্য সময়। উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসে এ সমাবর্তনের আয়োজন করা হবে।

শনিবার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক সিনেট সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

সিনেট সভায় সভাপতির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৬ সালের জানুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।’

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page