মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী নাবিলকে সাময়িক বহিষ্কার

নিশান খান, জাবি প্রতিনিধি:

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলের শিক্ষাবর্ষ ২০২০–২১, রেজিস্ট্রেশন নম্বর ২০২১০৯৫৩০৯৪ এবং রোল নম্বর ৫৮৯। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ উঠেছে, যা বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২(গ)-এর আওতায় ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়েছে।

ঘটনাটির তদন্তের জন্য সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাদেশের ধারা ৪(১)(খ) অনুসারে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দেন।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page