নিজস্ব প্রতিবেদক
দেশের পরাজিত অপশক্তি ও বহিঃশক্তির মদদে দেশে নানা দুষ্কর্ম, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও অপপ্রচার চলছে। দেশের গণতন্ত্রকামী ছাত্রজনতা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার জন্য প্রস্তুত। নতুন এ বিজয়ের সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব সচেতন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক শক্তিসহ আমাদের সেনাবাহিনীর। এসব অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে দেশের ৩৭ জন কবি-সাহিত্যিক এক বিবৃতিতে আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হচ্ছেন:
১) ছড়াকার আবু সালেহ
২) কবি আতাহার খান
৩) কবি মাহমুদ শফিক
৪) কবি জাহাঙ্গীর ফিরোজ
৫) কবি ড. মাহবুব হাসান
৬) কবি মাহমুদ কামাল
৭) কবি রেজাউদ্দিন স্টালিন
৮) কবি শাহীন রেজা
৯) কবি নাজমুল হাসান
১০) কবি শাহীন চৌধুরী
১১) কবি ফেরদৌস সালাম
১২) কবি সৈয়দ রনো
১৩) কবি ক্যামেলিয়া আহমেদ
১৪) কবি শামীমা চৌধুরী এলিস
১৫) কবি শাহনাজ পলি
১৬) কবি মাহবুব আলম
১৭) কবি জামাল উদ্দিন বারী
১৮) কবি জামশেদ ওয়াজেদ
১৯) কবি কায়কোবাদ মিলন
২০) কবি শাহাদাৎ হোসেন খান
২১) কবি কামার ফরিদ
২২) কবি উমর ফারুক
২৩) কবি ফরিদ ভূইয়া
২৪) কবি রফিক হাসান
২৫) কবি শান্তা মারিয়া
২৬) কবি অনিতা দাশ
২৭) কবি গোলাম রব্বানী টুপুল
২৮) কবি কামরুজ্জামান
২৯) কবি কাজী জহিরুল ইসলাম
৩০) কবি আবু জোবায়ের
৩১) কবি তমিজ উদ্দিন লোদী
৩২) কবি আদিত্য নজরুল
৩৩) কবি আনোয়ার হোসাইন মঞ্জু
৩৪) কবি আবিদ আজম
৩৫) কবি রি হোসেন
৩৬) কবি দালাল জাহান
৩৭) কবি এনাম রেজা