ফারুক হোসেন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর মতলব উত্তর উপজেলায় কেক কাটা ও দোয়া-মাহফিল করে কৃষক দলের কেন্দ্রীয় অন্যতম সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম।
গত শুক্রবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মফিজুল ইসলাম সরকার বলেন, দেশের জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্র ও এই বিজয়ের সুফল ভোগ করতে পারে, সে জন্য সবাইকে ধৈর্যধারণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যদি আমরা আইনের শাসন কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে পারি, তাহলেই ১৮ কোটি মানুষ সেটার সুফল পাবে।
ষাটনল ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডা. শহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার গাজীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা অ্যাড. শাহ জামাল, প্রবীন বিএনপি নেতা সমির আলী মেম্বার, সাবেক উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিল মোহাম্মদ দিলু, বিএনপি নেতা মোরশেদ আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, ষাটনল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মহসিন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহিন মিয়া, ইঞ্জিনিয়ার রাফি, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম মাস্টার প্রমূখ।