স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুকে হত্যা প্রচেষ্টার অভিযোগে সাবেক মন্ত্রীর ছেলে, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গত মঙ্গলবার (১ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর থানায় ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বাদী হয়ে মামলা করেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ নভেম্বর দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট ষাটনল গ্রামে কুলখানি অনুষ্ঠানে বাদী অংশগ্রহণের জন্য উপস্থিত হলে সাবেক মন্ত্রী মোঃ শামসুল হকের ছেলে আনিছুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ এবং ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালীসহ তৎকালীন আওয়ামীলীগের সমর্থিত সন্ত্রাসীরা ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তার নিজ বাড়িতে লুটতরাজ ও ভাঙচুর করে।
ওইসময় টিপু গ্রামবাসীর সহায়তায় মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে পালিয়ে এসে জীবন রক্ষা করে। নিরাপত্তার অভাবে ওইসময়ে থানায় মামলা করা সম্ভব হয়নি। তবে অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছিল।