ফারুক হোসেন:
চাঁদপুর মতলব উত্তরে সামাজিক সংগঠন ‘মননে’ এর উদ্যোগে ৬ শতাধিক মানুষকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার পাঠান বাজারস্থর মফিজ উদ্দিন নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় ফ্রি মেডিকেল উদ্বোধন অনুষ্টানটি ‘মননে মতলব’ সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় এবং মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ রেজোয়ানের সার্বিক তত্ত্বাবধানে উপস্হিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা আহ্বায়ক সড়ক ও জনপদ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, নায়েমের সাবেক মহাপরিচালক ড. লোকমান হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.আবুল হোসেন, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন মুন্সী, জাপান প্রবাসী কেএফটি স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ বেলায়েত হোসেন জুলহাস, অগ্রণী ব্যাংকের ডিএমডি মোঃ আবুল বাশার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন সরকার, অধ্যাপক মোঃ আনোয়ার মাহমুদ, মহিলা সম্পাদিকা সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক ডাক্তার দেওয়ান মো. ইমদাদুল হক।