মতলব উত্তরে নুরুল হুদা সৃতি সংসদে বিনামূল্যে চোখে চিকিৎসা

ফারুক হোসেন:

চাঁদপুর মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদ সুবিধাবঞ্চিত মানুষের বিনামুল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর ) সকালে উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদ উদ্যোগ চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম অনিকের তত্ত্বাবধানে ৪১ জন ছানি অপারেশন এবং লেন্স স্থাপনসহ রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করে।

ওইসময চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সভাপতি তাজুল ইসলাম মিয়াজী সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান, উপজেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, উপজেলা বিএনপির নেতা আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা হাসানুল কিবরিয়া তপন, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূইয়া প্রমুখ।

উদ্বোধনে অনুষ্টানে বক্তারা বলেন, চক্ষু মানুষের পঞ্চ ঈন্দ্রিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যার চক্ষু নাই, সেই ব্যক্তির জীবন মূল্যহীন। বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সহযোগিতায় প্রান্তিক মানুষেদের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, মানবসেবীদের মধ্যে অন্যতম একটি মহৎ উদ্যোগ।

Sponsor

Daily Darpan

Contact for Sponsor

You cannot copy content of this page